Wellcome to National Portal
Main Comtent Skiped

At a Glance of Protibondhi Sheba-O-Sahajjyo Kendro, Thakurgaon.

পরিচিতিঃ 

দেশের প্রতিবন্ধী জনগোষ্ঠীকে বিনামূল্যে ফিজিওথেরাপি ও অন্যান্য চিকিত্সা সহায়তা প্রদানের লক্ষ্যে বর্তমান সরকারের আমলে ২০০৯-২০১০ অর্থ বছরে অর্থ বিভাগের ধারণাপত্রের ভিত্তিতে প্রথমবারের মতো দেশের পাঁচটি জেলায় প্রতিবন্ধী সেবা ও সাহায্য কেন্দ্র চালু করা হয়। ২ এপ্রিল ২০১০ মাননীয় প্রধানমন্ত্রী আনুষ্ঠানিকভাবে প্রতিবন্ধী সেবা ও সাহায্য কেন্দ্র শীর্ষক কর্মসূচি উদ্বোধন করেন। প্রতিবন্ধী সেবা ও সাহায্য কেন্দ্রের সেবা কার্যক্রম বিভিন্ন মহলে প্রশংসিত হওয়ায় ২০১০-২০১১ অর্থ বছরে পূর্বের পাঁচটি কেন্দ্রের কার্যক্রম নবায়ন করে আরও ১০টি, ২০১১-১২ অর্থ বছরে পূর্ববর্তী বছরগুলোর ১৫টি কেন্দ্রের কার্যক্রম নবায়ন করে আরও ১০টি এবং ২০১২-১৩ অর্থ পূর্ববর্তী বছরগুলোর ৩৫টি কেন্দ্র নবায়নসহ ঠাকুরগাঁও জেলায় প্রতিবন্ধী সেবা ও সাহায্য কেন্দ্র সম্প্রসারণ করা হয়। বর্তমানে দেশের ৬৪টি জেলা ও ৩৯টি উপজেলায় ১০৩টি প্রতিবন্ধী সেবা ও সাহায্য কেন্দ্র চালু রয়েছে। সারা বাংলাদেশে ভ্রাম্যমান মোবাইল থেরাপি ভ্যান রয়েছে 42 টি তন্নোধ্য মোবাইল থেরাপি ভ্যান-02 প্রতিবন্ধী সেবা ও সাহায্য কেন্দ্র ঠাকুরগাঁও-এর মাধ্যমে পরিচালিত হচ্ছে। 2015 সাল থেকে মোবাইল  থেরাপি ভ্যান-02 এর মাধ্যমে 9989 জনকে সার্ভিস প্রদান হচ্ছে।

প্রতিবন্ধী সেবা ও সাহায্য কেন্দ্র, ঠাকুরগাঁও থেকে এ পর্যন্ত নিবন্ধিত সেবা গ্রহীতার  সংখ্যা (New Registration)  ৫ ও সেবার সংখ্যা (Service Transaction) 1777253 টি। তাছাড়া প্রতিটি কেন্দ্রে একটি করে অটিজম কর্ণার চালু করা হয়েছে। দেশের প্রতিটি উপজেলায় পর্যায়ক্রমে একটি করে প্রতিবন্ধী সেবা ও সাহায্য কেন্দ্র চালু করা হবে। 

 
প্রদত্ত সেবা সমূহঃ
                   ১। ফিজিওথেরাপী।

                   ২। অকুপেশনাল থেরাপি।

                   ৩। স্পীচ এন্ড ল্যাঙ্গুয়েজ থেরাপি।

                   ৪। দৃষ্টি এবং শ্রবন মাত্রা নির্ণয়।

                   ৫। ব্যাত, ব্যাথা ও প্যারালাইসিস রোগীদের সেবা।

                   ৬। সহায়ক উপকরণ বিতরণ।

                   ৭। ভ্রাম্যমান থেরাপি ভ্যান সেবা।

                   ৮। রেফারেল সেবা।

                   ৯। অটিজম কর্নার সেবা।

                  ১০। প্রতিবন্ধীতার ধরন নির্ণয়।

                  ১১। জাতীয় ও আন্তর্জাতিক প্রতিবন্ধী দিবস এবং বিশ্ব অটিজম সচেতনতা দিবস পালন।

                  ১২। অটিজম সচেতনতা দিবসে নীলবাতি প্রজ্বলন।